বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে ইতিহাস গড়ার সুযোগ। প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটবলে খেলতে যাচ্ছে সাবিনাদের উত্তরসূরিরা।আগামী বছরের ১ মার্চ থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে মহাদেশীয় এই টুর্নামেন্ট। সেই ‘মিশন অস্ট্রেলিয়া’-কে সামনে রেখে আজ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে ২৯ জন নারী ফুটবলার। জাপানে বাংলাদেশ নারী ফুটবল দলের ক্যাম্প করার কথা থাকলেও সেটা আপাতত স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, এই ২০ দিনের ক্যাম্প হবে চট্টগ্রামের আনোয়ারার কোরিয়ান ইপিজেডে, ইয়াংওয়ান কর্তৃপক্ষের ব্যবস্থাপনায়। ক্যাম্পে থাকা, খাওয়া, অনুশীলন সবকিছুর দায়িত্বই নিচ্ছে ইয়াংওয়ান। বাফুফেকে কোনো খরচ করতে হচ্ছে না। ১৬ অক্টোবর ক্যাম্প শেষ করে ঢাকায় ফিরবে দল। এরপর ভুটান থেকে ফিরবে আরো ১০ ফুটবলার, ১৭ অক্টোবর। বাফুফে শুরুতে জাপানে দুই সপ্তাহের অনুশীলন আয়োজনের পরিকল্পনা করেছিল। কিন্তু জাপান...