মৌসুমে দুর্দান্ত শুরু করা লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম পাঁচ ম্যাচেই জয় পায়। তবে লিগের ষষ্ঠ রাউন্ডে এসে প্রথম হারের মুখ দেখলো লিভারপুল। নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেস ২-১ গোলে হারিয়েছে লিভারপুলকে। ঘরের মাঠে ম্যাচের নবম মিনিটে ইসমাইলা সারের গোলে এগিয়ে যায় ক্রিস্টাল। ৮৭ মিনিটে লিভারপুলে ফেদরিকো কিয়েসা গোল শোধ দেন। নির্ধারিত সময় শেষে চলছিল যোগকরা সময়ের খেলা। যোগকরা সময়ের সপ্তম মিনিটে ম্যাচের শেষ শটে এডি নিকিতিয়াহ গোল করলে জয়ের আনন্দে মাতে ক্রিস্টাল। ২৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৬টি শট নেয় প্যালেস, এর পাঁচটি ছিল লক্ষ্যে। যেগুলো দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার। অন্য দিকে...