পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। ক্যাম্পে প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার পশ্চিমপাড়ের স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির হলরুমে এবং বিকেল ৩টার পর থেকে স্বরূপকাঠী পৌরসভার সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্প পরিচালিত হয়।এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য। এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।ক্যাম্পে তিনজন অভিজ্ঞ চিকিৎসক ডায়াবেটিস, চর্মরোগ ও সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দেন। এ সময় প্রায় শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, সদস্য আশরাফুল ইসলাম সেতু, নেছারাবাদ পৌর...