বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে স্থানীয় বাজারে সমন্বয়ের তাগিদ দিচ্ছে ভোজ্যতেল উৎপাদক সমিতি। তবে সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠকেও তারা প্রস্তাবিত দাম আদায় করতে পারছে না।এমন পরিস্থিতিতে বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। উৎপাদকদের দাবি, লিটারপ্রতি ১০ টাকা বাড়ানো দরকার। কিন্তু সরকার রাজি মাত্র ১ টাকায়। এই দড়ি টানাটানির মধ্যেই রাজধানীর পাইকারি বাজারে দেখা দিয়েছে সয়াবিন তেলের কৃত্রিম সংকট। খুচরা বাজারে এখনও প্রভাব পুরোপুরি পড়েনি, তবে দাম ধীরে ধীরে চড়তে শুরু করেছে। সরবরাহ কমিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উৎপাদনকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে। সরকারি বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা টিসিবির তথ্যমতে, শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে সয়াবিন তেল বিক্রি হয়েছে লিটারপ্রতি ১৭০–১৭৬ টাকায়, আর পামওয়েল সুপার ১৫৫–১৬৬ টাকায়। খুচরা পর্যায়ে দাম আরও বেশি। পাইকারি বিক্রেতারা বলছেন, কোম্পানিগুলো সরবরাহ কমিয়ে দেওয়ায় খোলা সয়াবিন ও সুপার পামওয়েলের...