২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ পিএম ময়মনসিংহের তারাকান্দায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোকারম হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৬নং ঢাকুয়া ইউনিয়নের ভালকী উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোকারম হোসেন তার খালা মালেকা খাতুনের বাড়িতে গাছের ডাল কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাকে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই মো. সালেক মিয়া লাশটি বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি চান। পুলিশ তদন্তে কোনো সন্দেহজনক বিষয় না পেয়ে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে। নিহত মোকারম হোসেন ভালকী উত্তরপাড়া গ্রামের আ. গফুরের ছেলে। এ বিষয়ে...