ফেদেরিকো চিয়েসা জালে বল পাঠানোর পর মনে হচ্ছিল সমতায় শেষ হতে যাচ্ছে রোমাঞ্চকর লড়াই। কিন্তু অন্তিম সময়ে ব্যবধান গড়ে দিলেন এডি এনকেটিয়া। ম্যাচের শেষ শটে লিভারপুলের বিপক্ষে ক্রিস্টাল প্যালেসকে নাটকীয় এক জয় এনে দিলেন এই ফরোয়ার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার জমজমাট লড়াইয়ে ২-১ গোলে হেরেছে লিভারপুল। চলতি আসরে আর্না স্লটের দলের এটাই প্রথম হার। নবম মিনিটে প্যালেসকে এগিয়ে নেন ইসমালিয়া সার। ৮৭তম মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান চিয়েসা। যোগ করা সময়ের সপ্তম মিনিটে খুব কাছ থেকে জাল খুঁজে নেন এনকেটিয়া। ম্যাচের সমাপ্তি ঘটে সেখানেই। ২৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৬টি শট নেয় প্যালেস, এর পাঁচটি ছিল লক্ষ্যে। কয়েকটি শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার। অন্যদিকে, শিরোপাধারীরা ২০ শটের কেবল চারটি রাখতে পারে লক্ষ্যে। তিনটি চমৎকার...