নারী ফুটবলে জাপান পরাশক্তিদের একটি। এশিয়ায় তাদের অবস্থান সেরাদের কাতারে। দল হিসেবে যেমন তারা সেরা, সুযোগ সুবিধার দিক থেকেও। তাই জাপানের উন্নত সুযোগ-সুবিধায় এশিয়ান কাপে প্রথম সুযোগ পাওয়া বাংলাদেশকে কিছুদিন অনুশীলন করাতে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে জাপান ফুটবল অ্যাসোসিয়েশনে যে সময়টায় বাংলাদেশকে আতিথ্য দিতে চাইছে, ২০ থেকে ৩০ নভেম্বর বাংলাদেশের ঘরের মাঠে খেলার কথা ত্রিদেশীয় টুর্নামেন্ট। তাই জাপান যাওয়ার পরিকল্পনা ভেস্তে গেছে। চেষ্টা করেও ঋতুপর্ণাদের জন্য উন্নত অনুশীলনের ব্যবস্থা করতে গিয়ে বারবার ব্যর্থ হতে হচ্ছে বাফুফেকে। যা মুখ ফুটে নিজেই স্বীকার করেছেন বাফুফের নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার। মোট ৪৩ জন ফুটবলারকে মার্চের এশিয়ান কাপ ও এপ্রিলের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের জন্য প্রাথমিকভাবে বাছাই করেছেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। ১০ জন এ মুহূর্তে ভুটানে লিগ খেলা নিয়ে ব্যস্ত। বাকীদের...