লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে দুই বাংলাদেশিকে মারপিট করে দুটি গরু নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ। শনিবার দুপুরে উপজেলার ধবলসতী রহমতপুর বাঁশবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানান বিজিবি ৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম। বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্তের ৮৩০ নম্বর মেইন পিলারের এস-৫ সাব-পিলারের কাছে বাঁশ কাটছিলেন রাশেদুল ইসলাম (৩০) ও জয়নাল হোসেন (২৫)। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ঘিরে ধরে মারপিট করেন। পরে গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিরোধের চেষ্টা করলে বিএসএফ সদস্যরা বন্দুক উঁচিয়ে এলাকা ত্যাগ করেন। তবে যাওয়ার সময় তারা স্থানীয় কৃষক জবেদ আলী ও শাহাবুদ্দিনের দুটি গরু ধরে নিয়ে যান। ওই গ্রামের বাসিন্দা সেলিম রেজা বলেন,...