‘নখদন্তহীন’ মানবাধিকার কমিশন চান না বলে মন্তব্য করেছেন ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের’ আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার ঢাকার গুলশানে নাগরিক সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, “অনেক সময় আমাদের নখদন্তহীন মানবাধিকার কমিশন উপহার দেওয়া হয়েছে। যার দাঁতও নেই, কামড়ও দিতে পারে না। “যার কোনো দক্ষতা নেই, কোনো কার্যকারিতা নেই—এমন একটি মানবাধিকার কমিশন নাগরিক সমাজের দাবির মুখে দেওয়া হয়েছে। “আমরা একটি ‘নখদন্তহীন’ মানবাধিকার কমিশন চাই না। যে কমিশন কার্যকরভাবে মানবাধিকার রক্ষ করতে পারবে, সেরকম একটা কমিশন চাই।” এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ এ সংলাপ আয়োজন করে। সেখানে ‘খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫’ এর ওপর সূচনা বক্তব্যে দেবপ্রিয় বলেন, সৎ, নীতিমান, সাহস করে ক্ষমতার সঙ্গে লড়াই করতে পারে, এ রকম ব্যক্তিদের মানবাধিকার কমিশনের দায়িত্ব দেওয়া উচিত। “নখদন্তহীন মানবাধিকার কমিশনের মাথায় একটি মেরুদণ্ডহীন ভালো...