বল গড়াতেই বাইরের উত্তেজনা ছড়িয়ে পড়ল মাঠে। শুরুতেই রেয়াল মাদ্রিদের জালে জড়াল বল। কঠিন সময় পার করে ১১ মিনিটের ব্যবধানে দুটি গোল করে এগিয়ে গেল তারা। তবে প্রতিপক্ষের প্রবল চাপে দ্রুতই আবার খেই হারিয়ে ফেলল শাবি আলোন্সোর দল। দাপুটে ফুটবলে রোমাঞ্চকর জয় তুলে নিল আতলেতিকো মাদ্রিদ। ওয়ান্দা মেত্রোপলিতানোয় শনিবার লা লিগার ম্যাচে ৫-২ গোলে জিতেছে দিয়েগো সিমেওনের দল। মৌসুমে প্রথম হারের স্বাদ পেয়েছে রেয়াল মাদ্রিদ। হবাঁন লু নহমাঁর গোলে পিছিয়ে পড়ার পর, কিলিয়ান এমবাপে ও আর্দা গিলেরের লক্ষ্যভেদে এগিয়ে যায় রেয়াল। প্রথমার্ধের শেষ দিকে সমতা টানেন আলেকসান্দার সরলথ। দ্বিতীয়ার্ধে পুরোটা সময় কোণঠাসা হয়ে থাকা রেয়ালের জালে জোড়া গোল করেন হুলিয়ান আলভারেস। তাদের শেষ গোলটি করেন অঁতোয়ান গ্রিজমান। পুরো ম্যাচে পজেশনে একটু এগিয়ে থাকলেও আক্রমণে তেমন সুবিধা করতে পারেনি রেয়াল। ছয়টি...