লা লিগায় আগের ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন 'স্পাইডার' খ্যাত হুলিয়ান আলভারেজ। মাদ্রিদ ডার্বিতেও জ্বলে উঠলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। করেছেন জোড়া গোল। তাতে ঘরের মাঠ মেট্রোপলিতানোতে আতলেতিকো মাদ্রিদ ৫-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। লা লিগায় শেষ পাঁচ ডার্বিতে অপরাজিত আতলেতিকো ম্যাচের ১৪ মিনিটে রবিন লে নরমান্দের গোলে এগিয়ে যায় স্বাগতিক আতলেতিকো মাদ্রিদ। তবে ২৫ মিনিটে কিলিয়ান এমবাপ্পে ও ৩৬ মিনিটে আর্দা গুলেরের গোলে ঘুরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের যোগকরা সময়ে আলেকজান্দার সরলথের গোলে সমতায় ফেরে ডিয়েগো সিমিওনের দল। ৫১ মিনিটে আবারও এগিয়ে যায় আতলেতিকো মাদ্রিদ। পেনাল্টি থেকে গোল করেন আলভারেজ। ওই গোলে আত্মবিশ্বাস বাড়ে তার। ৬৩ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে...