সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপে ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে ৪-১ গোলে হেরে বাংলাদেশ শিরোপা জিততে পারেনি। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল। এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল জিততে না পেরে বাংলাদেশ শিবির পরোক্ষে রেফারিংয়ের সমালোচনা করেছে। শ্রীলঙ্কার কলোম্বোর মাঠে ফাইনাল শেষে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন শিষ্যদের প্রশংসা করার পাশাপাশি ফাইনালের নানান দিক তুলে ধরে বলেছেন, ‘আমাদের লক্ষ্য ছিল ফাইনালে ভালো ফুটবল খেলা। পাশাপাশি খেলোয়াড়দের বাজিয়ে নেওয়া, ফাইনাল খেলার চাপ কতটা নিতে পারে সেসব দেখা, সেখানে ওরা শুরু থেকেই ভালো ফুটবল খেলে। ওরা এখনও তরুণ, ছোট ছোট ভুল ছিল যে কারণে আমরা পিছিয়ে পড়ি। তারপরও আত্মবিশ্বাস ধরে রেখে ওরা খেলায় ফিরে আসে, এমনকি ২-১ গোলে আরেকবার পিছিয়ে পড়ে শেষ মুহূর্তে সমতায় ফেরে। মনে এই টুর্নামেন্টে ছেলেরা ওভারঅল ভালো ফুটবল খেলেছে। আন্তর্জাতিক পর্যায়ে...