গাজায় যুদ্ধ বন্ধে এবার সরব হয়েছে অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। অভিনেত্রীর ভাষ্য, “ফিলিস্তিনের গাজায় যা হচ্ছে তা গণহত্যার চেয়ে কম কিছু নয়।’ ভ্যারাইটি বলছে, স্পেনের সান সেবাস্তিয়ানে আয়োজিত সংবাদ সম্মেলনে শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন আমেরিকান এই অভিনেত্রী। উৎসব আয়োজকেরা সাংবাদিকদের গাজা নিয়ে প্রশ্ন থামানোর চেষ্টা করলে অভিনেত্রী স্বতঃস্ফূর্তভাবে নিজের অবস্থান তুলে ধরেন। লরেন্স বলেন, “আমি ভীত, সত্যিই ভয় পাচ্ছি। যা ঘটছে, তা গ্রহণযোগ্য নয়। এটি স্পষ্টভাবে গণহত্যা। আমি আমার এবং আমাদের সবার সন্তানদের জন্য আতঙ্কিত।” লরেন্স তার নতুন সিনেমা ‘ডাই মাই লাভ’-এর প্রদর্শনী আর মর্যাদাপূর্ণ ‘দোনস্তিয়া অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে সান সেবাস্তিয়ানে উৎসবে এসেছেন। সেই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লরেন্স যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তার কথায়, এখন এমন একটি বাস্তবতায় তরুণ ভোটাররা বড় হচ্ছে,...