গ্রাহকের কেনাকাটায় ইএমআই সুবিধার জন্য ‘ইজি পেমেন্ট সিস্টেমের’ সঙ্গে চুক্তি সই করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি গুলশানে প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি সইয়ের ফলে প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ইজি পেমেন্ট সিস্টেমের আওতাভুক্ত ২০০টিরও বেশি মার্চেন্ট আউটলেটে কেনাকাটায় ইএমআই সুবিধা পাবেন। গ্রাহক পণ্য বা সেবার মূল্য সহজ মাসিক কিস্তিতে পরিশোধ করতে পারবেন, যা তাদের আর্থিক চাপ কমিয়ে আরও স্বাচ্ছন্দ্যময় ও সুবিধাজনক কেনাকাটার অভিজ্ঞতা দেবে। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটজোয়াদ্দার তানভীর ফয়সাল এবং ইজি পেমেন্ট সিস্টেমের...