অপহরণের হুমকির পর নিখোঁজ হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তাকে উদ্ধার করা হয়েছে বলে তার সংশ্লিষ্ট সংগঠন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স তাদের ফেসবুক পেজে নিশ্চিত করেছে। পোস্টে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের জানায়, নিখোঁজ মামুনকে পূর্বাচল সেক্টর ওয়ান মসজিদে পাওয়া গেছে। পরবর্তী এক পোস্টে জানানো হয়, ডিসি উত্তরা এবং তার টিমের সহায়তায় তাকে উদ্ধার করে রাজধানীর উত্তরায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পোস্টে আরও বলা হয়, মামুনুর রশীদ এখনও ট্রমাগ্রস্ত। তাকে সুস্থ অবস্থায় নিয়ে আসাই তাদের প্রথম লক্ষ্য। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার মো. মহিদুল ইসলাম বলেন, জুলাই যোদ্ধা মামুনকে পূর্বাচলের তিনশ ফিট থেকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উদ্ধার করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি। তার...