কুড়িগ্রামের চিলমারীতে পুলিশের অভিযানে পাঁচটি মোটরসাইকেলসহ চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। তারা হলো- মিলন মিয়া, হান্নান মিয়া, সাদাকাত হোসেন, নুরুল হুদা, রুবেল মিয়া। শনিবার বিকালে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সম্প্রতি চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের প্রবণতা দেখা দেওয়ায় বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন চর এলাকায় অভিযান চালানো হয়। শুক্রবার রাতে চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় চুরির সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়। চিলমারী মডেল থানার ওসি আশরাফুল ইসলাম জানান, আটকদের শনিবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কুড়িগ্রামের চিলমারীতে পুলিশের অভিযানে পাঁচটি মোটরসাইকেলসহ চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। তারা হলো- মিলন মিয়া, হান্নান মিয়া, সাদাকাত হোসেন, নুরুল হুদা, রুবেল মিয়া। শনিবার বিকালে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে...