লক্ষ্মীপুরে বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে জুমার নামাজের খুতবায় বাধা দেওয়ার ঘটনার একটি ভিডিও ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জেলার চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজীর হাট কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে এ ঘটনা ঘটে। হানিফ মিয়াজীর হাট কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন হাসান পার্শ্ববর্তী নোয়াখালীর বাসিন্দা। তিনি জেলার চাটখিল জামায়াতে ইসলামীর আমির। অভিযুক্তরা হলেন- চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউসুফ ভূইয়া ও থানা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মুকিত সোহেল। এদিকে বয়ান চলাকালীন বাধা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অনেকেই। ভাইরাল হওয়া ৩ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওতে বিএনপি নেতাদের বলতে শোনা যায়- জাতীয় বেইমান, এটাতো এ্যানি চৌধুরী (বিএনপি নেতা) অন্য একটি দলের নেতারে নিয়ে বলছে। এটা কি মসজিদে...