বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা ও সদস্যসচিব হুমায়ুন হাসান শাহীনকে গণসংবর্ধনায় বিএনপি নেতা অ্যাডভোকেট মহসিন মিয়া উপজেলার এক যুবদল নেতার হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেছেন। আমতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী জামান রাকিব ও তার সমর্থকদের বিরুদ্ধে শনিবার রাতে অ্যাডভোকেট মহসিন মিয়া তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা অ্যাডভোকেট মহসিন মিয়া বলেন, নবগঠিত বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, সদস্যসচিব হুমায়ুন হাসান শাহীন ও প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টারকে গত বৃহস্পতিবার বিকালে আমতলী বাঁধঘাট চৌরাস্তায় গণসংবর্ধনা দেওয়া হয়। তিনি বলেন, সংবর্ধনায় আমি আমার কয়েক হাজার সমর্থক নিয়ে বটতলায় অবস্থান করি। এ সময় উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী...