মানব্যাধি নেশা বা মাদক এর করাল ছোবল থেকে মুক্তির জন্য আমাদের জনগণের মধ্যে যতেষ্ঠ পরিমাণ সচেতনতা সৃষ্টি করতে পারলে এই ভয়াল ক্ষতিকর পরিস্থিতি থেকে দ্রুত উন্নতি হতে পারে। একই সঙ্গে প্রয়োজন পরিবেশ সংশ্লিষ্ট আইনের যথাযথ প্রয়োগ। মানবজাতি আজ উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে। চতুর্থ শিল্পবিপ্লবে প্রবেশ করছি আমরা। ঠিক এই সময়ে আমরা মহাবিশ্বে আমাদের একমাত্র বাসযোগ্য গ্রহটিকে টিকিয়ে রাখার দুশ্চিন্তায় আতঙ্কগ্রস্ত। সর্বনাশা মাদকের মরণ ছোবলে আক্রান্ত বর্তমান বাংলাদেশের তরুণ ও যুব সমাজ আজ ভয়াবহ বিপর্যয়ের মুখে। সারাদেশে মাদক আনাচে কানাচে জন্ম দিচ্ছে একের পর এক ভয়াবহ অপরাধ। যার অন্যতম কারণ মাদক বলে মনে করেন সুশীল সমাজের সংখ্যাগরিষ্ট লোকেরা, মাদকদ্রব্য গ্রহণ করলে মানুষের শারীরিক ও মানসিক অবস্থার ঘটে উল্লেখযোগ্যভাবে নেতিবাচক পরিবর্তন ঘটে এবং দ্রব্যের ওপর নির্ভরশীলতা সৃষ্টির পাশাপাশি দ্রব্যটি গ্রহণের পরিমাণ...