ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নেন রানি মুখার্জি। এসময় সকলের নজর কাড়ে রানির গলায় থাকা বিশেষ নেকলেসটি। সেখানে তার মেয়ে আদিরার নাম লেখা ছিল। যদিও মেয়ে তার সঙ্গে ছিল না। কিন্তু জীবনের সেরা পুরস্কারটি গ্রহণ করতে যাওয়ার মঞ্চে কেন একমাত্র সন্তানকে নিয়ে গেলেন না তিনি? ভারত টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে রানি মুখার্জি জানিয়েছেন সেই তথ্য। তিনি মুখ খুলেছেন কেন তার কন্যা আদিরাকে তিনি নিয়ে যেতে পারেননি। সেইসঙ্গে মেয়ে সঙ্গে না গেলেও কীভাবে তিনি তাকে কাছাকাছি রেখেছিলেন সেই কথাও জানালেন। রানি বলেন, ‘আমাদের জানানো হয়েছিল যে ১৪ বছরের কম বয়সী শিশুরা অনুষ্ঠানে অংশ নিতে পারবে না। আমাকে আদিরাকে বলতে হয়েছে যে সে আমার সঙ্গে থাকতে পারবে না। তখন সে কেঁদে দিয়েছে। তার ভাষ্য ছিল, ‘এটা খুবই অন্যায়।’ আমি তাকে...