দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় শুরু হয়েছে পর্যটকদের আগমন। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগত পর্যটকদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনসহ স্থানীয় স্টেকহোন্ডাররা। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটা সৈকতের জিরোপয়েন্টে ট্যুরিস্ট পুলিশ বক্স এলাকায় সৈকতে নামার পথে পর্যটকদের হাতে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসকের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়। ‘টেকসই উন্নয়নে পর্যটন’ এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় কুয়াকাটা পৌর ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর নেতৃত্বে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পর্যটন হলিডে হোমসের সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।...