গত প্রায় এক যুগে বিসিবি পরিচালক পর্ষদে ছিলেন জাতীয় দলের তিন সাবেক অধিনায়ক আকরাম খান, নাইমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজন। এবারও বিসিবি পরিচালক পর্ষদে জাতীয় দলের বেশ কয়েকজন সাবেক অধিনায়কের থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ শনিবার মনোনয়ন তোলার দিন ঢাকার ক্লাব কোটায় মনোনয়ন তুলেছেন জাতীয় দলের ২ সাবেক অধিনায়ক ফারুক আহমেদ (রেঞ্জার্স) ও তামিম ইকবাল (ওল্ড ডিএইচএস)। পাশাপাশি জেলা ও বিভাগ থেকে মনোনয়ন তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে মনোনয়ন তুলেছেন। ঢাকা বিভাগে বুলবুলের সাথে আরও নির্বাচন করছেন বর্তমান বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এবারের নির্বাচনে জাতীয় দলের ৪ সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, তামিম ইকবাল, ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলটের নির্বাচন করার বিষয়টি...