২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম শেষ দুই ওভারে করতে হবে ৩০ রান। স্বীকৃত ব্যাটাররা সবাই তখন সাজঘরে ফিরেছেন। মুলত বোলারদের ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত সেই সমীকরণ মিলিয়ে বরিশাল বিভাগের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে সিলেট বিভাগ। এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার বরিশালকে ২ উইকেটে হারিয়েছে সিলেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বরিশাল বিভাগ। দুই অংকে পা দেওয়ার আগেই সাজঘরে ফিরেন বরিশালের দুই ওপেনার জাহিদুজ্জামান ও ইফতিখার আহমেদ ইফতি। উইকেটরক্ষক জাহিদুজ্জামান ৩ ও ইফতি ৯ রান করেন। এরপর তৃতীয় উইকেটে ৪৫ রান যোগ করেন ফজলে মাহমুদ ও অধিনায়ক সালমান হোসেন ইমন। ২১ বলে ৩৫ রানে ইমন আউট হলেও হাফ-সেঞ্চুরি করেন ফজলে। ১৯তম ওভারে আউট হন ফজলে।...