মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধের অবসান এবং হামাসের হাতে বন্দি থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে শিগগিরই একটি চুক্তি হতে পারে৷ রাইডার কাপ গল্ফ টুর্নামেন্টে যোগ দিতে যাওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প৷ তিনি বলেন, ‘‘মনে হচ্ছে,গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হচ্ছে৷'' মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘‘আমি মনে করি এটা এমন একটা চুক্তি (হবে) যা জিম্মিদের ফিরিয়ে আনবে, এটি এমন একটি চুক্তি যা যুদ্ধের অবসান ঘটাবে৷'' তবে চুক্তিটি কীভাবে বা কখন সই হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি ট্রাম্প৷ সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে৷ কয়েকদিন আগেই হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছিলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব...