২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ পিএম সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুরসহ জেলার সীমান্তবর্তী এলাকায় শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে বিজিবি। গত ২৪ সেপ্টেম্বর থেকে ১৯ বিজিবি ব্যাটালিয়নের আট প্লাটুন সদস্য ৫২টি পূজামণ্ডপে মোতায়েন করা হয়েছে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপন করতে পারেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) ১৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার, পিএসসি নিজে পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, শারদীয় দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক সম্প্রীতি ও মিলনমেলার উৎসব। পূজা যাতে সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়, সেই জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছি। সিলেট...