২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের মাঝে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিকের পক্ষে থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধায় বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আবাখালী গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আল মাজু বাপের বাড়িতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বাঁশখালী উপজেলা যুবদল নেতা মো. জুনাইদুল করিম, অ্যাডভোকেট ইলিয়াস ছিদ্দিকী, সাবেক ছাত্রদল নেতা মাইমুনুর রশিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় যুবদল নেতা মো. জুনাইদুল করিম বলেন, ‘ছনুয়া ইউনিয়নের আবাখালীতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও বাঁশখালী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আশিক ভাইয়ের নির্দেশে আমরা বিএনপি ও...