যুক্তরাষ্ট্রের উত্তর টেক্সাসের ইউলেস শহরের বাসিন্দা রৌনক আলমকে সম্প্রতি একটি গির্জার গ্রাফিতি মামলায় ঘৃণামূলক অপরাধের অভিযোগ থেকে খালাস দেওয়া হলেও, নতুন করে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেপ্তারকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন আলমের আইনজীবী। এরআগে, গির্জার প্রাচীরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে অশ্লীল শব্দ ব্যবহার করে গ্রাফিতি করতে দেখা যায় আলমসহ আরও দুজনকে। শনিবার ২৭ সেপ্টেম্বর এবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ট্যারান্ট কাউন্টির জুরি গত সপ্তাহে রৌনক আলমকে অপরাধমূলক দুষ্কর্মের জন্য দোষী সাব্যস্ত করে। যদিও ঘৃণামূলক অপরাধের অভিযোগে জুরি তাকে নির্দোষ বলে রায় দেয়, তবু আলমকে ৫ বছরের স্থগিত কারাদণ্ড, প্রবেশন, ১০ হাজার মার্কিন ডলার জরিমানা এবং একটি ক্ষমা চাওয়ার চিঠি লেখার আদেশ দেয়া হয়। আশ্চর্যজনকভাবে, বিচারক নিজে থেকে রায়ের অংশ হিসেবে ছয় মাসের কারাদণ্ডও ঘোষণা...