১৪ মাস পরেও ঐকমত্যের বাইরে গিয়ে কেন এত আলোচনা করতে হচ্ছে, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ নিয়ে ১৪ মাস পরেও কেন আলোচনা করতে হবে? ঐক্যমত্য কমিশন হয়েছে। ভালো। আমি তো ঐকমত্য করি। যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে এবার ক্লোজ দ্য চ্যাপ্টার। ঐকমত্যের বাইরে গিয়ে আবার কেন আমাদেরকে এত আলোচনা আমাদেরকে করতে হচ্ছে? কেন আমাদেরকে পিআর নিয়ে আলোচনা করতে হচ্ছে? পিআর এ যদি ঐকমত্য না হয়, ক্লোজ দ্য চ্যাপ্টার। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে ‘সংস্কার ও নির্বাচন : প্রেক্ষিত জাতীয় ঐক্য’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সেমিনারের আয়োজন করে ‘ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ’। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ...