নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, শারদীয় দুর্গাপূজার প্রতিমা যেদিন থেকে তৈরি শুরু হয়েছে সেদিন থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত প্রতিটি মণ্ডপ মনিটরিংয়ের আওতায় রাখতে হবে। তিনি আজ শনিবার জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পরিষদের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের ২২৪টি পূজামণ্ডপকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। পূজা উদযাপনের সাথে জড়িত পূজা উদযাপন কমিটি, পুলিশ, আনসার, বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করছেন উল্লেখ করে তিনি বলেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পূজা কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যে উদ্দেশ্যে এই আয়োজন করছেন এবং যারা যে উদ্দেশ্যে আপনাদের আয়োজনে অংশগ্রহণ করবেন, তাদের উদ্দেশ্য যেন সফল হয়। তিনি আরো বলেন, যারা ধর্মীয় আচার এই আয়োজনে অংশ নেবেন, তারা যেন নির্বিঘ্নে তা করতে পারেন। আপনারা সুন্দর...