লাদাখে ধৃত পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে ‘পাকিস্তানের সম্পৃক্ততা’ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। শনিবার এমনটাই জানিয়েছেন লাদাখ পুলিশের ডিজি এসডি সিংহ জামওয়াল। সম্প্রতি পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে এক জন গ্রেপ্তার হন। ডিজি জানান, ওই ব্যক্তি ওয়াংচুকের বিভিন্ন বিক্ষোভ কর্মসূচির ভিডিও সীমান্তের ওপারে পাঠাতেন। পৃথক রাজ্যের দাবিতে গত বুধবার লাদাখে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ হয়েছিল। ওই সংঘর্ষে চার জনের মৃত্যু হয় এবং আহত হন আরো অনেকে। ওই ঘটনার পরে শুক্রবার ওয়াংচুককে গ্রেপ্তার করে লাদাখ পুলিশ। তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা করা হয়। তাকে বর্তমানে রাজস্থানের জোধপুরের একটি জেলে রাখা হয়েছে। শনিবার লাদাখের ডিজিপি জানান, ওয়াংচুকের জন্যই গত বুধবার লাদাখে সহিংসতা ছড়িয়েছিল। ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আমির খানের ‘র্যাঞ্চো’ চরিত্রটি বানানো হয়েছিল পরিবেশকর্মী ওয়াংচুকের আদলেই। লাদাখকে রাজ্যের স্বীকৃতির...