বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা না থাকায় দেশের চার সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার এক বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর বলেছে, সমুদ্র বন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের এদিন সন্ধ্যার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি শুক্রবার পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়। এদিন সকাল ৬টায় নিম্নচাপটি ভারতের দক্ষিণ উড়িষ্যা-উত্তর অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে। স্থল নিম্নচাপটি দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দূর্বল হয়ে লঘুচাপে পরিণত হতে...