নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে অনুষ্ঠিত অধিবেশন চলাকালে ব্যাপক শোডাউন করেছে বিএনপি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে নিউইয়র্কে সমবেত হয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজনৈতিক নেতাদের স্বাগত জানান। সেখানে জাতিসংঘে ড. ইউনূসের আগমনের প্রতিবাদ জানাতে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরাও। তবে বিএনপির শোডাউনের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি। এ ঘটনার পর আওয়ামী লীগের লোকজন এলাকা ত্যাগ করে। আওয়ামী লীগের অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে এসেছিলেন নিজুম মজুমদার। অদূরে দাঁড়িয়ে থেকে মারামারির সংবাদ শুনে তিনি আর সমাবেশে যোগ দেননি। প্রত্যক্ষদর্শীরা জানান, নিউইয়র্ক পুলিশ ও কর্তৃপক্ষ উভয় দলকে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সমাবেশের অনুমতি দিলেও, ৪৭ অ্যাভিনিউতে বিএনপির বিপুল উপস্থিতি আওয়ামী লীগের নেতাকর্মীদের কোণঠাসা করে ফেলে। নির্ধারিত জায়গা ছেড়ে দিতে...