২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ পিএম রামু কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় নেতা সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট খালেকুজ্জামান ২০০১ সালের ২৮ সেপ্টেম্বর রামু বাইপাস সড়কে নির্বাচনি জনসভায় লাখো মানুষের সামনে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। রামু কক্সবাজার ও ঈদগাঁও এর এই জনপ্রিয় এমপির স্মৃতির প্রতি সম্মান রেখে রামু বাইপাসে খালেকুজ্জামান চত্বর নাম করণ করা হয়েছিল।২০০২ সালে তৎকালীন চারদলীয় জোট সরকারের বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী খালেকুজ্জামান চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার তাদের নোংরা রাজনীতির ধারাবাহিকতায় প্রতিহিংসার বসবর্তী হয়ে খালেকুজ্জামান চত্বরকে ভেঙে ফুটবল চত্বরে রূপান্তরিত করে। (আজ২৭-৯-২০২৫) শনিবার বিকাল রামু কক্সবাজার ও ঈদগাঁও এর শতশত মানুষ রামু বাইপাস সড়কে খালেকুজ্জামান চত্বর পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেন। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন মরহুম খালেকুজ্জামান সহধর্মিণী...