দুই সপ্তাহের মধ্যে দেশে তৃতীয়বারের মত ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫। শনিবার দুপুর ২টা ২৭ মিনিটে অনুভূত হওয়া এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল যশোরের মনিরামপুর উপজেলা। আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনিরামপুর এলাকাতেই ভূমিকম্পটির উৎপত্তি। রাজধানী ঢাকা থেকে এর অবস্থান প্রায় ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। দেশে সর্বশেষ ভূমিকম্প অনুভূত হয়েছিল ২১ সেপ্টেম্বর। সেদিন সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। এ বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতকে এর উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে যেটির মাত্রা ছিল ৪। এর এক সপ্তাহ আগে ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিনের ভূমিকম্পে কেঁপেছিল ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকাও। ভারত মিয়ানমার, নেপাল ও ভুটানেও ভূমিকম্প অনুভূত হয়েছিল। শনিবারের মৃদু এ...