২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম বিশ্বজুড়ে ঋণের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এর পরিমাণ দাঁড়িয়েছে ৩৩৭ দশমিক সাত ট্রিলিয়ন ডলারে। আন্তর্জাতিক আর্থিক সংস্থা ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্স (আইআইএফ) বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী শিথিল আর্থিক নীতি, মার্কিন ডলারের দুর্বল অবস্থান এবং প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলোর নমনীয় মনোভাবের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আইআইএফ জানায়, চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্বজুড়ে ঋণের পরিমাণ ২১ ট্রিলিয়ন ডলারেরও বেশি বেড়ে ৩৩৭ দশমিক সাত ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্যে উদীয়মান অর্থনীতির দেশগুলোর মোট ঋণ দ্বিতীয় প্রান্তিকে তিন দশমিক চার ট্রিলিয়ন ডলার বেড়ে রেকর্ড ১০৯ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। চীন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য ও জাপানে ডলারের হিসাবে...