বিস্ফোরণে আহত ব্যক্তিরা হলেন মো. আবদুল কাদের (৬০), মো. আবুল কাসেম (৬০), মো. করিম (২৯), আবদুল জলিল (৫৫), আবুল বশর খান (৬৫), জামাল হোসেন (৩৮), মো. রাসেল (২৮) ও মো. বাহার উদ্দিন (৪৫)। আহত ব্যক্তিদের মধ্যে আবুল বশর খানের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গেছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক গণমাধ্যমকে বলেন, বিস্ফোরণে দগ্ধদের চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাসিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার লিটন কুমার পালিত গণমাধ্যমকে বলেন, আহত ৮ জনকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। অধিকাংশের শরীরের ১৫ থেকে ৩৫ শতাংশ পুড়ে গেছে। একজনের শরীরের পুড়ে গেছে ৮৫ শতাংশ। তারা হাসপাতালে ভর্তি আছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম...