গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ছাত্রদল, বাগছাসসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা অভিযোগ জানিয়েছেন। এছাড়াও, ডাকসুতে অনিয়মের অভিযোগ তুলে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। তবে, ভোটের দিন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসাররা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, মোটাদাগে কোন অনিয়ম ধরা পড়েনি তাদের চোখে। নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য বলেই মনে করছেন তারা। এবারের ডাকসুতে ১০ জন রিটার্নিং অফিসারের মধ্যে ৮ জনই ছিলেন বিএনপি সমর্থিত সাদা দলের। তাছাড়া কেন্দ্রে দায়িত্বরত বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের মধ্যে ১৬টি হলের প্রাধ্যক্ষই সাদা দলের রাজনীতির সাথে যুক্ত। এছাড়াও, অধিকাংশ হলের রিটার্নিং অফিসারগণও সাদা দলের প্রতিনিধিত্ব করেন। তাদের কাছে জানতে চাওয়া হয় নির্বাচনের গ্রহণযোগ্যতা সম্পর্কে। তারা জানিয়েছেন, মোটাদাগে নির্বাচনে কোনো অনিয়মের ঘটনা ঘটেনি।...