নাটকীয়তায় মোড়ানো সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। বল পজেশন, পাসিং কিংবা আক্রমণ-- সবকিছুতেই ঢের এগিয়ে ছিল বাংলাদেশ। তবুও দুই ভুলে ম্যাচ হারতে বসেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। হেরে যাওয়া ম্যাচে প্রাণ ফেরালেন ডিফেন্ডার সাব্বির ইসলাম। কিন্তু টাইব্রেকারে যেন বাংলাদেশ নিজে হাতে শিরোপা তুলে দিল ভারতের হাতে। প্রথম দুই শটের দুটিতেই গোল করতে ব্যর্থ হওয়ায় শিরোপা হাতছাড়া করে বাংলাদেশ। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) শ্রীলঙ্কায় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হয়। এরপর টাইব্রেকারে ভারতের কাছে ৪-১ ব্যবধানে হারে বাংলাদেশ। টাইব্রেকারে প্রথম দুই শটের কোনোটি থেকেই গোল আদায় করতে পারেনি বাংলাদেশ। প্রথম শট গোলবারে মেরে বসেন ইকরামুল ইসলাম। এরপর আজম খানের নেওয়া দুর্বল দ্বিতীয় শট আটকে দেন ভারতের গোলরক্ষক। বিপরীতে প্রথম চার শটের সবগুলো থেকেই গোল আদায় করে নেয় ভারত। ম্যাচের...