জাতিসংঘ সদর দপ্তরের ভেতরে যখন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভাষণ দিচ্ছিলেন তখন তারই দেশের সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদে বাইরে বিক্ষোভ করেছে সংখ্যালঘুরা। প্রায় তিনঘণ্টা ব্যাপী বিক্ষোভে নিউইয়র্কের আশেপাশে থেকে যোগ দেয়া সনাতনীরা ‘ফ্রি, ফ্রি, চিন্ময় কৃষ্ণ ফ্রি, চিন্ময় কৃষ্ণ ফ্রি’ এবং ‘সেভ বাংলাদেশি হিন্দুজ’-এমন স্লোগানে জাতিসংঘের সামনের দিকটিকে উত্তপ্ত করে তোলেন। একইসঙ্গে একটি পিকআপ ট্রাক ভাড়া করে তাতে ড. ইউনূসের বিরুদ্ধে নানা স্লোগান লিখে দেয়া হয়। ওই গাড়ি জাতিসংঘ সদর দপ্তরের সামনে রাস্তা এবং ড. ইউনূস যে হোটেলে উঠেছেন তার সামনের রাস্তায় বারবার চক্কর কাটতে থাকে। এরফলে জাতিসংঘে যোগ দিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও অতিথিরা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের চিত্র জেনে গেলেন। স্থানীয় সময় শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার ভোররাতে) যুক্তরাষ্ট্র হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সহযোগিতায় ইউনাইটেড হিন্দুজ অফ ইউএসএ’র...