লম্বা সময় ধরে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন আব্দুর রাজ্জাক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিতে নির্বাচকের দায়িত্ব ছেড়েছেন সাবেক এই স্পিনার। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন আব্দুর রাজ্জাক। জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে পরিচালক পদে নির্বাচন করার লক্ষ্যে শনিবার মিরপুরে ক্রিকেট বোর্ড কার্যালয়ে এসে মনোনয়নপত্র কিনেছেন। বিসিবিতে পরিচালক পদে নির্বাচন করতে হলে নির্বাচক প্যানেল ছাড়তে হত তাকে। এরইমধ্যে নির্বাচক হিসেবে পদত্যাগ পত্র জমা দিয়েছেন রাজ্জাক। তার পদত্যাগ পত্র গ্রহণ করেছে বিসিবি। নির্বাচক পদ ছাড়ার কারণ জানিয়ে...