২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দল ভাল করার ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি জানান, এখন বাংলাদেশ দল জানে কিভাবে বড় টুর্নামেন্টে ম্যাচ জিততে হয়। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের আগের সাফল্যকে ছাপিয়ে যেতে আসন্ন মেগা ইভেন্টে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে দেশ ছাড়ে বাংলাদেশ দল। গত ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মত খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। নিজেদের প্রথম আসরে ৭ ম্যাচ খেলে মাত্র ১টিতে জয় পায় টাইগ্রেসরা। লিগ পর্বে পাকিস্তানকে ৯ রানে হারায় বাংলাদেশ। জ্যোতি জানান, বড় লক্ষ্য নিয়েই ভারত ও শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামবে বাংলাদেশ। ব্যাঙ্গালুরু এবং কলম্বোতে একসাথে অনুষ্ঠিত ক্যাপ্টেন্স ডে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জ্যোতি বলেন, ‘এটি আমাদের দ্বিতীয়...