টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় কাঠ ব্যবসায়ী ফরহাদ হোসেনকে (৩২) কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া এলাকায় তাকে হত্যা করা হয়। নিহত ফরহাদ হোসেন বাঁশতৈল ইউনিয়নের কাহার্তা মধ্যপাড়া এলাকার বানিজ উদ্দিনের ছেলে।আরো পড়ুন:লক্ষ্মীপুরে চাচিকে গলা কেটে হত্যা, যুবক গ্রেপ্তারমহেশখালীর মনির হত্যার রহস্য উদঘাটন, ২ আসামির জবানবন্দি মহেশখালীর মনির হত্যার রহস্য উদঘাটন, ২ আসামির জবানবন্দি পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ফরহাদ ওই এলাকার চায়ের দোকানে বসে ছিলেন। পেছন থেকে সোনালিয়া আবুল মার্কেট এলাকার ইউসুফ মিয়ার ছেলে মতিয়ার রহমান ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাথারি কোপাতে থাকে। ফরহাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মতিয়ার পালিয়ে যায়। স্থানীয়রা ফরহাদকে উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে...