সীমান্তনদী জাদুকাটার পাড় (তীর) কেটে খনিজ বালি চুরিকালে পাঁচ ট্রলার জব্দ করেছে নৌপুলিশ। শনিবার ভোররাতে সুনামগঞ্জ টুকেরবাজার নৌপুলিশ ফাঁড়ির একটি টিম তাহিরপুরের সীমান্তনদী জাদুকাটা বালি মহালের ইজারাবহির্ভূত পশ্চিম পাড়ের ঘাগটিয়া (জালর টেক) থেকে চুরি করা খনিজ বালি বোঝাই ওই ট্রলারগুলো জব্দ করে। নৌপুলিশ হেডকোয়ার্টার্সের (মিডিয়া সেল) দায়িত্বশীল অফিসার এ তথ্য নিশ্চিত করেন। মিডিয়া সেল জানায়, সুনামগঞ্জের তাহিরপুরের খনিজ বালি পাথর সমৃদ্ধ সীমান্তনদী জাদুকাটার পাড় কেটে প্রতি রাত ও ভোরে কয়েক শতাধিক লোক খনিজ বালি চুরি করে নিয়ে যাচ্ছিল। নিজস্ব গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিতি শনিবার ভোররাতে সুনামগঞ্জ টুকেরবাজার নৌপুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জাদুকাটা নদীর বালি মহাল ইজারাবহির্ভূত পশ্চিম পাড়ের ঘাগটিয়ার জালের টেকে অভিযান চালায়। ওই অভিযানে জাদুকাটা নদীর পাড় কেটে খনিজ বালি চুরিকালে বালি বোঝাই পাঁচটি (স্টিল...