ময়মনসিংহের তারাকান্দায় জোর করে বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দের (৭০) চুল ও দাড়ি কেটে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় ‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামক সংগঠনের কয়েকজন সদস্য ও স্থানীয় কয়েকজন সহযোগীকে আসামি করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগীর ছেলে মো. শহীদ আকন্দ বাদী হয়ে তারাকান্দা থানায় মামলাটি দায়ের করেন। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান জানান, তদন্তের স্বার্থে আসামিদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। তিনি বলেন, ঘটনাটি প্রায় চার মাস আগের হলেও ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা তৈরি করেছে। এরপর ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের মামলা করার সুযোগ দেওয়া হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। শনিবার ভুক্তভোগী হালিম উদ্দিন আকন্দও বিচার চেয়ে থানায় হাজির হন। তার...