ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাঞ্ছারামপুর উপজেলা ওলামা দলের আহ্বায়ক নির্বাচিত হন মাওলানা সিদ্দিকুর রহমান এবং সদস্য সচিব নির্বাচিত হন ক্বারী ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ অভি। একইসঙ্গে পৌর ওলামা দলের আহ্বায়ক নির্বাচিত হন মাওলানা মোবারক হোসেন এবং সদস্য সচিব নির্বাচিত হন মাওলানা বিল্লাল হোসেন মামুন। অনুষ্ঠানে মাওলানা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। তিনি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “বাঞ্ছারামপুর উপজেলা ওলামা দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইনশাল্লাহ ধানের শীষ প্রতীক নিয়েই আমরা নির্বাচন করব। বাঞ্ছারামপুরের জনগণ ধানের শীষেই আস্থা রাখে।” এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন...