সহিংসতা প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ও টিয়ারসেলা ছুড়ে। সহিংসতায় অন্তত ২৩ জন আহত হয়। পুরো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেনাবাহিনী,বিজিবি, পুলিশ ও আমর্ড পুলিশের টহল জোরদার করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে অবরোধের সমর্থনে খাগড়াছড়ির সদরস্থ চেঙ্গী স্কয়ার, জিরোমাইল, স্বনির্ভরসহ বেশ কিছু জায়গায় পিকেটিং করে গাছের গুড়ি ফেলে টায়ার ও গাছের গুড়ি পুড়িয়েছে অবরোধকারীরা। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে তা অপসারণ করে। অবরোধ চলকালে অ্যাম্বুলেন্সসহ বেশ কিছু গাড়ি ভাঙচুর হয়। খাগড়াছড়িতে বিভিন্ন সড়কে দুপুর দেড়টার দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যায়। এসময় খাগড়াছড়ি উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় অবরোধকারীদের স্থানীয় বাঙালিদের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য খাগড়াছড়ি পৌর শহর ও জেলা সদরে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। খাগড়াছড়ির জেলা ম্যাজিস্ট্রেট...