যুক্তরাষ্ট্র শুক্রবার ঘোষণা করেছে, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর ভিসা প্রত্যাহার করা হবে। কারণ, তিনি নিউ ইয়র্কে একটি ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নিয়ে ‘অবিবেচক ও উত্তেজক’ মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স (সাবেক টুইটার)-এ জানিয়েছে, ‘আজ পেট্রো নিউ ইয়র্কের একটি রাস্তায় দাঁড়িয়ে মার্কিন সৈন্যদের নির্দেশ অমান্য করতে এবং সহিংসতা উস্কে দিতে আহ্বান জানিয়েছেন। আমরা তার ভিসা প্রত্যাহার করছি।’ পেট্রো বিক্ষোভে অংশগ্রহণের সময় ব্রিটিশ সঙ্গীতশিল্পী রজার ওয়াটার্সের সঙ্গেও ছিলেন। তিনি বলেন, ‘গাজায় যা ঘটছে তা স্পষ্টভাবে গণহত্যা।’ আরও পড়ুনআরও পড়ুনজাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জন, যা বললেন খামেনি এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের ভেটোর কারণে কূটনীতির সব আশা ধ্বংস হয়েছে উল্লেখ করেন। পেট্রো মার্কিন সেনাদের উদ্দেশে বলেন, ‘ট্রাম্পের নির্দেশ মানবেন না, মানবতার নির্দেশ মানুন।’ তিনি আরও যোগ করেন, ‘ইতিহাস দেখিয়েছে, কূটনীতি শেষ হলে মানবতা অন্য...