৮৬ বছর বয়সে নতুন ইতিহাস গড়লেন স্প্যানিশ পর্বতারোহী কার্লোস সোরিয়া ফন্তান। ২৬ সেপ্টেম্বর নেপালের স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে বিশ্বের অষ্টম উচ্চতম পর্বত মানাসলুর (৮ হাজার ১৬৩ মিটার) শীর্ষে উঠলেন। এই বয়সে এসে তাঁর এই পর্বত জয় যেন মানুষের সীমাহীন সম্ভাবনার কথাই আরেকবার জানান দিল। সোরিয়া এবারের আরোহণ উৎসর্গ করেছেন তাঁর এক বিশেষ স্মৃতিকে। ১৯৭৫ সালে স্প্যানিশ অভিযাত্রী দল প্রথমবারের মতো মানাসলু পর্বতশিখরে ওঠে। সেই দলে হয়ে তিনিও চেষ্টা করেছিলেন, তবে নানা কারণে শীর্ষে পৌঁছানো হয়নি কার্লোস সোরিয়ার। ৫০ বছর পর এসে যেন সেই অভিযানের স্মৃতিকেই আরেকবার উদ্যাপন করলেন। তবে এর আগেই ২০১০ সালে ৭১ বছর বয়সেই প্রথমবার মানাসলুর চূড়ায় ওঠেন তিনি।নেপালের পর্বতারোহণ এজেন্সি সেভেন সামিট ট্রেকসের সঙ্গে এবারের মানাসলু অভিযান করেছেন কার্লোস সোরিয়া। তাঁর পাশে...