গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের জৈনাবাজার-কাওরাইদ আঞ্চলিক সড়কের মাটিকাটা নদীর ওপর নির্মিত চৌধুরী ঘাট এলাকার বেইলি সেতুর পাটাতন খুলে গেছে। এতে সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ওই ইউনিয়নসহ আশপাশের ১০ গ্রামের কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নাসির উদ্দিনসহ দফতরের কর্মকর্তারা শনিবার সকালে ওই সেতু পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দা লোকজন জানিয়েছেন, অন্তত ৩০ বছর আগে সেতুটি নির্মাণ করা হয়েছিল। জৈনাবাজার, কাওরাইদ, বরমী, বলদীঘাট, গোলাঘাট, পাশের ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাইথল, ভালুকা উপজেলার উড়াহাটি এলাকার মানুষজন সেতুটি দিয়ে যাতায়াত করেন। প্রতিদিন ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশাসহ হাজারো যান চলাচল করে। সেতুর পাটাতন ভেঙে পড়ায় এসব এলাকার কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েন।...