আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি, তামিম ইকবালকে সহ-সভাপতির প্রস্তাব দিয়ে দুই পক্ষের মধ্যে একটা সমঝোতার প্রক্রিয়া শুরু হয়েছে। সে সমঝোতা প্রস্তাব ষোলোআনা সফল হয়েছে, তা বলা যাবে না। আবার ভেস্তেও যায়নি। তবে প্রক্রিয়া চলমান আছে। তত্ত্বাবধায়ক সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পছন্দের সরকার-সমর্থিত আমিনুল ইসলাম বুলবুল ও বিএনপি সমর্থনপুষ্ট তামিম ইকবালের মধ্যে একটা সমঝোতার প্রক্রিয়া শুরু হয়েছে পরশু রাত থেকে। গতকাল শুক্রবার গভীর রাত পর্যন্ত সেই সমঝোতার প্রক্রিয়া নিয়ে পরপর দুই দফা বৈঠক হয়েছে। কিন্তু তাতে ঐক্য প্রক্রিয়া সম্পন্ন হয়নি। কোনো পক্ষ সমঝোতা বা ঐক্যের প্রস্তাব বাতিল বা নাকচ করে দিয়েছে, এমন খবর নেই। আবার ঐক্য হয়ে গেছে, দুই পক্ষ মিলে এক প্যানেল হবে-এমন নিশ্চয়তাও মেলেনি। শুক্রবার রাতে সমঝোতা প্রক্রিয়া নিয়ে তামিম ইকবাল আর ফাহিম সিনহার মধ্যে কথা কাটাকাটি...